চলন্ত বাসের মধ্যে আগুন আতঙ্কে যাত্রীরা


শুক্রবার,১৭/০৮/২০১৮
633

আক্তরুল খাঁন---

হাওড়া:  অল্পের জন্য রক্ষা পেল বাস ভর্তি যাত্রীরা। সন্ধ্যা ৭ টার সময় হাওড়া জেলার রানিহাটির কাছে হঠাৎ করে চলতে থাকা একটি সরকারি বাসে আগুন লেগে যায়।বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আমিরুল খাঁন নামে এক বাস যাত্রী জানান। একটি সরকারি বাস ধর্মতলা থেকে ছেড়ে আমতা আসছিল।তারই পিছনে আসছিল গড়ভবানিপুরের একটি সরকারি বাস। গড়ভাবানিপুর যেতে গেলে আমতা রুট হয়ে যেতে হয়। দুটি বাসের মধ্যে রেসারেসি করতে থাকে। ৬ নং জাতীয় সড়কে কয়েকবার ব্রেক মারলে ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। রানিহাটি মোড়ে আসা মাত্রই হঠাৎ করে চলন্ত বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বাস ভর্তি যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

বাসের মধ্যে অগ্নি প্রতিরোধ করার ব্যবস্থা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অমিত অধিকারী নামে এক যাত্রী জানান, মুখ্যমন্ত্রীর সপ্নের সেফ ড্রাইভ,সেভ লাইফ কে তোয়াক্কা না করে নিত‍্য দিন এই ভাবে চলতে থাকে বাসের রেসারেসি। কোনো দূর্ঘটনা ঘটলে তার দায়কে নেবে ?

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট