তৃণমূলে যোগদান রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর


শুক্রবার,১৭/০৮/২০১৮
836

বাংলা এক্সপ্রেস---

তৃনমূলে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। মেখলিগঞ্জের চারবারের বিধায়ক ছিলেন তিনি। ১৯৯১, ২০০১, ২০০৬, ২০১১ জয়ী হয়েছিলেন। ২০০৬ থেকে ২০১১ বামফ্রন্ট সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। ২০১৬ সালের বিধানসভা ভোটে অর্ঘ্য রায় প্রধানের কাছে হেরে যান পরেশবাবু। শুক্রবার তৃনমূল ভবনে পার্থ চ্যাটার্জির হাত ধরে শাসকদলে নাম লেখালেন এই ফরওয়ার্ড ব্লক নেতা।উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে এই কোচবিহারের দিনহাটার ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গুহ দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃনমূলে।

প্রাক্তন খাদ্য মন্ত্রীকে তৃণমূলে যোগদান করানোর পর তৃণমূলেরর মহাসচিব পার্থ চ্যাটার্জী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে উন্নয়নের কাজে হাত লাগাতে চান পরেশবাবু। মুখ্যমন্ত্রী তার ইচ্ছাকে সম্মান জানিয়ে, দলে তাকে যোগদানের অনুমতি জানিয়েছেন।উত্তরবঙ্গের উন্নয়ন এতে আরও ভালো হবে। রাজ্যকে ঐক্যবদ্ধ রাখতে। এদিন পরেশ অধিকারী বলেন; নাগরিক পঞ্জী নিয়ে যে অবস্থা হয়েছে তা নিয়ে আমরা চিন্তায় আছি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেখানে তার পাশে দাঁড়ানো এখন আসল সময়।

https://youtu.be/YlMWTiiDUUY

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ  

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট