মৃত্যুই আমাদের প্রেমের পরিচয়


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
1396

আপ্পি হ্যান্স---

সেটা ছিল আমার তৃতীয় মৃত্যুবার্ষিকী
এক বৃষ্টিবন্দিত সকাল
যেহেতু আমি শ্রাবণকালে মৃত্যু চেয়েছিলাম-
কবিদের ‘সেই অধিকার’ থাকে;
আমার কবরের সামনে তুমি-
হাতে গোলাপ কিছু জুঁই, সিক্ত মায়া বুকে

কান্নায় আমার দু:খ নেই, মৃত্যুর জন্যেও না,,
দুঃখ বরং দেরিতে; দুঃখ অপেক্ষায়…
তাই বলে এতদিন? সে ফেলে আসা ঋণ
‘ফারিস্তারা’ জিজ্ঞেস করছিল সেটা কি-
আমি বললাম প্রেম
তারা বলল- কিন্তু তাকে তো আগে কখনো দেখিনি!

আমি বললাম অমন হয়- অনেক চাওয়ার পর
___মৃত্যুই আমাদের প্রেমের পরিচয়..!

আপ্পি হ্যান্স

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট