এক যুবকের হুমকির ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল নবম শ্রেনীর এক ছাত্রী


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
563

বাংলা এক্সপ্রেস---

ডোমকলঃ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টা নাগাদ ডোমকল থানার রমনা এতবারনগর মুটিয়াপাড়া এলাকায়। মৃত ছাত্রীর নাম রিয়া খাতুন, বয়স ১৪। এক যুবকের হুমকির ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল নবম শ্রেনীর এক ছাত্রী বলে অভিযোগ। ডোমকল বালিকা বিদ্যাপীঠের নবম শ্রেনীর ছাত্রী রিয়া। সূত্রের খবর নবম শ্রেনীর ছাত্রী রিয়া খাতুন স্কুলে গেলে বেশ কিছুদিন ধরে ওই পাড়ার যুবক মোমিন সেখ প্রতিনিয়ত ছাত্রী রিয়াকে বিরক্ত করত ও প্রেমের প্রস্তাব দিত। ওই যুবক আরও হুমকি দেয় তার সাথে প্রেম না করলে ওই ছাত্রীকে ধর্ষন করে খুন করা হবে। এছাড়াও মাঝে মাঝেই যুবক মোমিন সেখ ছাত্রী রিয়াকে তুলে নিয়ে যাওয়া এবং অ্যাসিড মারার হুমকি দেয়। বুধবার সকালে মোমিন সেখ রিখা খাতুনকে ফোন করে হুমকি দেয়। সেই ভয়ে ওই ছাত্রী গলা দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে ওই ছাত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে লিখিত অভিযোগ হলে অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করবে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট