পঞ্চায়েত নির্বাচনে সদ্য নির্বাচিত সাজাহান মন্ডলের উপর ব্যাপক মারধরের অভিযোগ


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
469

বাংলা এক্সপ্রেস---

দৌলতাবাদঃ দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কুলাবেড়িয়া সংসদে সদ্য নির্বাচিত সদস্য সাজাহান মন্ডল বুধবার সন্ধ্যায় বেনীদাসপুর ১২নং সংসদে নির্বাচিত সদস্যা অর্চনা দাস এর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও আগামীতে প্রধান গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়েছিল।  সেখান থেকে ফেরার পথে সাজাহান মন্ডল ওতার সহ কর্মীদের রাস্তা আটকায় বেনীদাসপুর ১৩ নং সংসদের পার্থী ইউনূস আলী মন্ডল (গুরুদাসপুর অঞ্চল সভাপতি)র পান্ডারা ও ব্যাপক মারধর করে সাজাহান মন্ডলদের উপর বলে অভিযোগ। সাজাহান মন্ডল ও ইউনূস আলী মন্ডল দুজনেই প্রধানের দাবিদার সূত্রের খবর। তাই সাজাহান মন্ডল ওই সদস্যাদের সাথে দেখা করলে মারধর করে তাঁরা। আহত অবস্থায় তাকে প্রথমে ইসলামপুর গ্রামীন হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে রেফার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দৌলতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সাজাহান মন্ডল।  ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিস। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট