“স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাসে যে গানগুলি জনমানসে প্রেরনার সঞ্চার করেছিল”


বুধবার,১৫/০৮/২০১৮
1618

শুভ বিশ্বাস---

আজ সারাদেশব্যপী পালিত হচ্ছে স্বাধীনতা দিবস।পরাধীনতার শৃঙ্খল মোচন করতে দেশবাসীকে সেই সব গান গুলি প্রেরনা সঞ্চার করেছিল।উজ্জীবিত করেছিল দেশের সাধারন মানুষ কে।ভারতের স্বাধীনতা সংগ্রামে এই সকল গানগুলি নিবিড়ভাবে জড়িত।।মুকুন্দ দাসের স্বদেশী সংগীত এছাড়া বিশিষ্ট শিল্পীরা নানান স্বদেশী সংগীত রচনা করেছিলেন।

রবীন্দ্রনাথ দেশান্তবোধক বহু গান রচনা করেছিলেন।স্বদেশী গানের ইতিহাস,চেতনা প্রস্ফুটিত করেছে দেশের যুব সম্প্রদায়কে।এই গানের মধ্য দিয়ে আহবান জানানো হয়েছে সকলকে।ব্রিটিশ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছে।শ্রমজীবী মানুষ কে অধিকার আদায়ে তাদেরকে অনুপ্রাণিত করেছে। ” মুক্তির মন্দির সোপানতলে’ একবার বিদায় দে মা’ এছাড়া বন্দে মাতরম এমন অজস্র সংগীত এই পটভুমিতে রচিত হয়েছিল।

ঝাঁপিয়ে পড়েছিল দেশবাসী মুক্তি সংগ্রামে।শুরু হল নতুন অধ্যায় বাধ ভাঙল অত্যাচারের এগিয়ে এল ভারতবাসী। শুরু হল এক নতুন অধ্যায়। ভারত লাভ করল স্বাধীনতা। ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেল ভারতবাসী।। আজ নবীন প্রজন্মের কাছে এক অবিস্মরণীয় দিন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট