নদীয়া: ছাত্র-যুব-সেবক সংঘে স্বাধীনতা দিবস পালিত হল নদীয়া জেলার আলাইপুরে। এবছর পতাকা উত্তোলন করলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক তথা নবচেতনা’র আহ্বায়ক ফারুক আহমেদ।
কঁচি-কাঁচাদের সঙ্গে ছাত্র-যুব-সেবক সংঘের সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত হয়ে ভারতের ৭২ তম স্বাধীনতা দিবস পালন করলেন। পতাকা উত্তোলনের পর সমবেত জাতীয় সংগীত গাওয়ার পর সমাজ গঠনে আমাদের ভূমিকা নিয়ে এবং স্বাধীনতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ফারুক আহমেদ। প্রতিবছেরের মতো এবছরও বৃক্ষ রোপন করেন সকল ছাত্র-যুব-সেবক সংঘের সদস্যবৃন্দ। বৃক্ষ রোপন উদ্বোধন করেন ফারুক আহমেদ। ছাত্র-যুব-সেবক সংঘের সম্পাদক সামিউল হক জানালেন, ইতিপূর্বে আমাদের সদস্যরা রক্তদান শিবিরে অংশ নিয়েছে। প্রতিবছর ছাত্র-যুব-সেবক সংঘের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি নেওয়া হয়। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়া হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছাত্র-যুব-সেবক সংঘের সদস্যবৃন্দ সক্রিয় ভাবে কাজ করছে।
আমরা এবছরও রক্তদান শিবির করার আয়োজন করছি। এলাকার ছাত্র যুবদের চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমরা প্রতিদিন বিভিন্ন খেলাধুলা করাই ছাত্র-যুব-সেবক সংঘের পক্ষ থেকে।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ