১৫ই আগষ্ট উপলক্ষে আগাম সতর্কতা পূর্ব রেলের


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
936

সুমন করাতি---

১৫ই আগষ্ট উপলক্ষে আগাম সতর্কতা পূর্ব রেলের। আজ ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল জিআরপি ও আরপিএফের পক্ষ থেকে ব্যান্ডেল স্টেশনে তল্লাশি চালানো হলো। এদিন স্নাইপার ডগ নিয়ে এসে গোটা স্টেশন চত্ত্বরে তল্লাশি চালানো হয়। পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়েও প্লাটফর্ম সহ দাঁড়িয়ে থাকা ট্রেনে চলে চেকিং। স্বাধীনতা দিবসে কোনরকম নাশকতা মূলক ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আগাম সতর্কতা বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে।

https://youtu.be/xFHdLAsvRTk

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট