বেশ কিছুদিন ধরে বলিউডে এই দুই সেলিব্রিটিকে নিয়ে গুঞ্জন চলছি!! সিনেমার পর্দায় বারবার এই জুটিকে নানা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে এবার এই জুটি যাবতীয় জল্পনার অবসান ঘটান। সুত্রের খবর আগামী ২০ নভেম্বর রনবীর ও দীপিকার বিয়ে হতে চলেছে। তাদের পরিবারের একজন সংবাদমাধ্যম কে জানান!! এছাড়া সুত্রের দুই সেলেব এর পছন্দের জায়গা হল ইতালি। ইতালিতে চারহাত এক হবে।বিয়েতে উপস্থিত থাকবেন সেলেব জুটির ঘনিষ্ঠ মহলের আন্তিয়স্বজন!!সুত্রের খবর ভারতে রিসেপশান পাটির আয়োজন করা হবে!! অনস্কিন জুটির অফস্ক্রিন কেমিস্ট্রি এখন বলিউড মহলে চর্চার বিষয়।নতুন চরিত্রে সিনেমার পর্দায় বারবার দেখাগেছে এই জুটিকে। শুধু তাই নয় এই জুটির অফস্ক্রিন কেমিস্ট্রি বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে।এখন শুধু চারহাত এক হওয়ার অপেক্ষা।
দীর্ঘ জল্পনার অবসান “বিয়ের দিন” ঘোষনা হল এই জুটির
মঙ্গলবার,১৪/০৮/২০১৮
1035
বাংলা এক্সপ্রেস---