বৌমার হাতে শ্বাশুড়ি খুন


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
532

বাংলা এক্সপ্রেস---

বেলডাঙ্গাঃ  বৌমার হাতে শ্বাশুড়ি খুন। সোমবার বিকেলে বেলডাঙা থানার দেবকুন্ডু দক্ষিনপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগমারধর করে গলায় ফাঁস লাগিয়ে শ্বাশুড়িকে ঝুলিয়ে দিয়ে খুন করার অভিযোগ বৌমা ও বেয়ানের(বৌমার মা) বিরুদ্ধে। মৃত শ্বাশুড়ির নাম তারিফা বেওয়া, বয়স ৬০।অভিযুক্ত বৌমার নাম সাহিনুর বিবি ও বেয়ানের নাম আরজিনা বিবি।

ছেলে হায়াতুল্লা সেখ পেশায় রাজমিস্ত্রি।  সূত্রের খবর, মৃত তারিফা বেওয়া বাড়িতে থাকতেন তার ছেলে ও বৌমাকে নিয়ে। মাস খানেক আগে কর্মসূত্রে কেরল রাজ্যে গিয়েছিল। দীর্ঘদিন ধরে শাশুড়ি ও বোমার মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। এদিন বৌমা তার মা আরজিনা বিবিকে ডেকে নিয়ে এসে শ্বাশুড়িকে মারধরে করেমেরে ফেলে। ঘটনা ধামাচাপা দিতে বৌমা ও তার মা(বেয়ান) তারিফা বেওয়াকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। অভিযুক্ত বৌমা ও বেয়ান পলাতক বলে জানা গিয়েছে। মৃত দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিস দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

https://youtu.be/6G8EP_6X_Vs

 “বাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট