পশ্চিম মেদিনীপুর: মুগবসান প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। স্কুল পড়ুয়াদের এবং তাদের অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান দীপক রায় প্রতিনিয়ত বিদ্যালয়ে সঠিক সময়ে আসেননা। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিরও অভিযোগ করছে তারা। ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে অবহেলা করেন দীপক রায়, এমনও অভিযোগ অভিভাবকদের। আর তাই আজ বিদ্যালয় খোলার সময় থেকে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন অভিভাবকরা। যদিও প্রধান শিক্ষক দীপক রায়ের সাথে গ্রামবাসীদের মিষ্টি মধুর সম্পর্কের কথা উঠে আসছে, তাও এদিনের এই বিক্ষোভের দরুন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উড়ানো যায় না।
মুগবসান প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা
মঙ্গলবার,১৪/০৮/২০১৮
451
বাংলা এক্সপ্রেস---