বাসের ধাক্কায় মৃত্যু হল তিন বাইক আরোহীর


মঙ্গলবার,১৪/০৮/২০১৮
462

বাংলা এক্সপ্রেস---

রেজিনগরঃ রেজিনগরে জাতীয় সড়কের উপরে বাসের ধাক্কায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। মৃতদের নাম ভ্রমর ঘোষ(৩৮), বাবুসোনা ঘোষ(২৬), পল্টু প্রামানিক(২৫)।  ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ রেজিনগর থানার তকিপুর দাদপুর পেট্রোল পাম্পের সামনে ৩৪ নং জাতীয় সড়কের উপরে  মৃতদের মধ্যে দুইজন যুবক রয়েছে। তাদের বাড়ি দাদপুর এলাকায়। প্রতিবেশী বিশ্বজিৎ ঘোষ জানান যে, সোমবার পাড়ায় শিব পূজা ছিল দিনের পুজো শেষে প্রসাদ বিতরন করতে বেড়িয়েছিল ওই তিন জনে।

রাত্রি সাড়ে বারোটা নাগাদ দাদপুর থেকে মোটর বাইকে চেপে রেজিনগর এসেছিল প্রদাস বিতরন করতে। প্রসাদ বিতরন করে বাড়ি ফেরার পথে ৩৪নং জাতীয় সড়কের উপর কোলকাতা-শিলিগুড়ি গামী বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই বাইক আরোহীদের। বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জনের।  অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে কিছুক্ষনের মধ্যেই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক বাস ও বাস চালক পলাতক বলে জানা গিয়েছে। পুলিস মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

https://youtu.be/xKPHfvZqQog

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট