হাওড়া ব্রিজের ফুটপাত ঢাকবে অত্যাধুনিক শেডে


সোমবার,১৩/০৮/২০১৮
813

আক্তরুল খাঁন---

হাওড়া: হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার খবর উঠে আসে শিরোনামে। তাছাড়া নৃত্যদিন পথচারীরা রোদ বৃষ্টি মাথায় করে ব্রিজ পার হন।এবার সাধারণ মানুষের কথা ভেবে সুবিধার্থে নয়া উদ‍্যোগ নিলো পোর্ট ট্রাস্ট। হাওড়া ব্রিজে ফুটপাত শেড দিয়ে ঢাকা হবে। কলকাতা থেকে হাওড়া ষ্টেশন সংযোগকারি একটি ব্যাস্ত তম হাওড়া রবীন্দ্র সেতু।কাজ হোক বা ছুটির দিন হাওড়া ব্রিজে লোকসংখ্যার ভিড় সবসময় লক্ষ্য করা যায়।রোদে অথবা বৃষ্টিতে পায়ে হেঁটে হাওড়া ব্রিজ পার হতে অসুবিধা হয় সাধারণ মানুষের।সেই কারনে এই নয়া উদ্যোগ। খুব শীঘ্রই বসতে চলেছে এই শেড। তাছাড়া নজর দারি আরো বাড়াতে বসতে চলেছে বেশ কয়েকটি সিসিটিভি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট