দ্বিতীয় টেস্ট এ ব্যার্থ ভারতীয় দল। একের পর এক টেস্ট পরাজয়ের পর হতাশায় জর্জরিত ভারতীয় দল। এমন সময়ে ইংরেজ প্রাক্তন অধিনায়ক উক্তি করেন যে তার খেলা দেখে মনে হচ্ছে বড়দের সাথে বাচ্চাদের খেলা হচ্ছে। তিনি আরো বলেন ভারত এখন বিশ্বের এক নম্বর টিম, সিরিজটা প্রচণ্ড কঠিন হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলে দেখে তার মনে হয় বড়দের সাথে বাচ্চাদের খেলা হচ্ছে।তিনি ভারতীয় দলকে নিয়ে এককথায় উপহাস করেন। এমন মন্তব্য আরো অনেক সমালোচনা জন্ম দেবে। ইংল্যান্ড এর মাটিতে ভারতের এই পরাজয় আরো বেশিকরে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে ভারতীয় দলকে। ইংরেজ প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন এর এমন বিরুপ মন্তব্য ভারতীয় দল যে ভালোভাবে নেবে না তা বোঝাই যাচ্ছে। বিদেশের মাটিতে বিরাটের দল এই উপহাসের যোগ্য জবাব দিতে পারবে তা সময় বলবে!!
ভারতকে চুড়ান্ত উপহাস করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক
সোমবার,১৩/০৮/২০১৮
908
বাংলা এক্সপ্রেস---