বার্নাবুকাপ নিজেদের দখলে রাখল রিয়েল মাদ্রিদ


সোমবার,১৩/০৮/২০১৮
895

বাংলা এক্সপ্রেস---

বার্নাবুকাপ নিজেদের দখলে রাখল রিয়েল মাদ্রিদ। ম্যাচের দুই মিনিটে গোল করে এগিয়ে দেন রিয়ালকে করিম বেঞ্জিমা।রিয়ালের হয়ে ব্যাবধান বাড়ান গ্যারেথ বেল ও বোর্জা মায়োরাল!! এদিন রিয়াল মাদ্রিদ কে দুরান্ত ছন্দে দেখতে পাওয়া যায়। মিডফিল্ড ও রক্ষনে নিপুণভাবে দক্ষতার পরিচয় দিয়েছে এই দল।এই নিয়ে ২৮ বার এই কাপ জিতল মাদ্রিদ।স্বাভাবিক ভাবে ম্যাচের শুরুতেই অনেক এগিয়ে ছিল রিয়েল মাদ্রিদ।করিম বেঞ্জিমা অসাধারণ ছন্দ মুগ্ধ করেছে এই দিন। এক নাটকীয় জয় ছিনিয়ে নিল এইদল , সব মিলিয়ে নতুন চেহারায় আর নতুন ছন্দে দেখাগেল রিয়াল মাদ্রিদকে।বোর্জা মারোয়েল এর দুরন্ত গতি সহজেই ছাপিয়ে যায় প্রতিপক্ষ শিবিরকে।জয়ের আনন্দে উদ্ভাসিত রিয়াল মাদ্রিদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট