বি এস এন এল গ্রাহকদের জন্য সুখবর। বি এস এন এল তাদের পরিশেবায় কিছু পরিবর্তন আনতে চলেছে। এবার ল্যান্ডলাইন এ প্রিপেড পরিশেবা আনছে এই সংস্থা। শুধু গ্রাহকদের ল্যান্ডলাইন সেট কিনতে হবে। লাগবে না কোন ইন্সটলেশন চার্জ। যা টেলিকম দুনিয়া বিপ্লব এনেদেবে। এছাড়া গ্রাহকদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু সুযোগ, গ্রাহকরা ইচ্ছাখুশি মত রিচার্জ করতে পারবে। কলকাতা সহ সারা দেশ জুরে এই পরিশেবা আনছে এই সংস্থা। যা বি এস এন এল এর গ্রাহকদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
আপনি কি BSNL এর কানেকশন ব্যাবহার করেন? তাহলে অবশ্য ই এই প্রতিবেদন টি পড়ুন!!
রবিবার,১২/০৮/২০১৮
1186
বাংলা এক্সপ্রেস---