স্বচ্ছন্দে ভারতীয় দল, বিদেশের মাটিতে নতুন মেজাজে কোহলি শিবির


রবিবার,১২/০৮/২০১৮
844

বাংলা এক্সপ্রেস---

দুরান্ত পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল। প্রথম টেস্ট পরাজয়ের পর এই টেস্ট ছিল ঘুরে দারানোর লড়াই। আজ দিনের প্রথম সেশানে জোড়া উইকেট নেন সামি।ইশান্ত ও হার্দিক একটি করে উইকেট নেন। এই পেসারদের হাত ধরে ঘুরে দারাল ভারতীয় দল। ভারতীয় বোলারদের সামনে ধরাশায়ী ইংল্যান্ড দল।বাংলার পেসার সামি পরপর জোড়া আঘাত হানেন । তার শিকার কিটন জেনিংস। সব মিলিয়ে নতুন মেজাজে লর্ডসে দেখা গেল ভারতীয় দলকে। তবে ভারতের রান টপকে গেছে ইংল্যান্ড। তবে এই টেস্ট জিততে মরিয়া প্রচেষ্টা চালাবে ভারতীয় দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট