সর্বকালের সেরা খেলোয়াড় বলে দাবি করলেন তারকা ক্রিকেটার ক্রিস গেইল


রবিবার,১২/০৮/২০১৮
958

বাংলা এক্সপ্রেস---

ক্যারিবিয়ান দের মধ্যে যার নাম সবার আগে আসে,যিনি ক্রিকেট এর সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সব সময়।আধুনিক ক্রিকেট এ বিধংসি ব্যাটসম্যান হিসাবে বারবার প্রমান করেছেন নিজেকে। যার নাম ক্রিস গেইল।একটি সংবাদ মাধ্যম কে দেওয়া স্বাক্ষাতকারে তিনি জানান টি২০ ফরম্যাট এ তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। এছাড়াও তিনি বলেন আমি গ্রেটেস্ট। তবে এই বক্তব্য থেকেই নানা বিতর্কের সুত্রপাত ঘটতে পারে যে কোন সময়।কিন্তু আই পি এল এর সময় নানান বিশয়ে তিনি বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন।সব সময় থাকে খোলামেলা মেজাজে দেখা যায়। এই ক্যারিবিয়ান তারকা ১১ হাজারের বেশি রান করেছেন টি২০ ফরম্যাট এ।এছাড়া স্টাইক রেট ১৫০ কাছাকাছি। তবে তার বক্তব্য এর সাথে একমত তার অনুরাগীরা।তার অনুগামিরা মনে করেন তিনি সর্বকালের সেরা খেলোয়াড়, তিনি ইউনিভার্স। ক্যারিবিয়ান তারকার এই মন্তব্য নিয়ে অনেক জল্পনাকল্পনা চলছে ক্রিকেট মহলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট