উলুবেড়িয়া বামেদের আইন অমান্য ঘিরে উত্তেজনা উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে


বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
546

বাংলা এক্সপ্রেস---

উলুবেড়িয়া বামেদের আইন অমান্য ঘিরে উত্তেজনা উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে৷ পুলিশ ব্যারিকেড ভাঙলো বাম কমীরা, পুলিশের লাঠি চার্জ মাথা ফাটাল বাম কর্মীর, ইটের আঘাতে আহত পুলিশ কমিরাও।আজ সারা দেশ জুড়ে বামেদের কৃষক সমিতির ডাকে বিভিন্ন দাবী নিয়ে, ফসলের লাভজনক দাম, কৃষক ঋণ মুকুব, সকলের হাতে কাজ, সকলের জন্য রেশন কার্ড সহ বিভিণ্ন দাবীতে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন ও জেল ভর আন্দোলনের ডাক দেয় বাম সংগঠন । আজ হাওড়ার উলুবেড়িয়া স্টেশন থেকে মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমার শেষে মহকুমা শাসক দপ্তরে গিয়ে থামে । সেখানে ব্যাপক পুলিশের সাথে বাম নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ও পুলিশ লাঠিচার্জ করে । ঘটনায় বেশ কয়েকজন বাম কমি ও পুলিশ কমিও হয়েছেন বলে জানা গেছে ।

https://youtu.be/yExaQmfeUYg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট