ডিরোজিও মেমোরিয়াল কলেজের এন সি সি ১৯ বেঙ্গল ইউনিটের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী


বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
1012

বাংলা এক্সপ্রেস ---

ডিরোজিও মেমোরিয়াল কলেজের এন সি সি ১৯ বেঙ্গল ইউনিটের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন হল আজ। কলেজের এন সি সি ইউনিটের মোট ৩০ জনের অধিক কমান্ডার অফিসার এবং  শিক্ষার্থী এই কর্মসূচীতে যোগ দেয়। ্মূলত বর্তমানে রোড এক্সিডেন্টের কবল থেকে মুক্ত হতে এই কর্মসূচী পালন করা হয়েছে বলে জানান জুনিয়ার আন্ডার অফিসার রবিউল গাজী।

এছাড়া কর্মসূচীতে উপস্থিত সিনিয়ার আন্ডার অফিসার নাজমূল ইসলাম জানান এমন কর্মসূচী সর্বদা সমাজের জন্য সুখকর। ছাত্র ছাত্রী হক বা এন সি সি ক্যাডেট প্রত্যেকের উচিত সমাজের কাজ করা। আজ রাজারহাট কলেজের এন সি সি ইউনিট যে উদ্যোগ নিয়েছে তাকে আমি সাধুবাদ জানায়।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট