বহরমপুরঃ- BSNL অফিসে আগুন লাগার ফলে মুর্শিদাবাদ জেলা জুড়ে বি এস এন এল পরিষেবা ব্যাহত। মঙ্গলবার গভীর রাতে বহরমপুর সদর শহরের ভারত সঞ্চার নিগম কার্যালয়ে আগুন লাগে। দপ্তর সূত্রে জানা গিয়েছে এসির শর্টশার্কিট থেকে ল্যান্ড লাইন সুইচারে আগুন লেগে এই বিপত্তি ঘটেছে। কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে এবং প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বি এস এন এল অফিসের অনেক যন্ত্রাংশ পুড়ে যায়। আগুন লাগার ফলে জেলাজুড়ে ল্যান্ডফোন, মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট সহ সমস্ত পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। এরফলে চরম ভোগান্তির স্বীকার সমস্ত জেলাবাসী। তবে কতৃপক্ষের তরফ থেকে এখনো জানানো হয়নি এই পরিষেবা কবে বা কখন স্বাভাবিক হবে।
BSNL অফিসে আগুন লাগার ফলে মুর্শিদাবাদ জেলা জুড়ে পরিষেবা ব্যাহত
বুধবার,০৮/০৮/২০১৮
724
বাংলা এক্সপ্রেস---