মৃতদেহ দাহ করতে এসে নদীর জলে তলিযে গেল তিন ব্যক্তি


সোমবার,০৬/০৮/২০১৮
492

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর,করণদিঘি: মৃতদেহ দাহ করতে এসে নদীর জলে তলিযে গেল তিন ব্যক্তি ।জলে তলিয়ে যাওয়া তিন ব্যক্তিদের এখনো সন্ধান মেলেনি।নদীতে উদ্ধারকার্য চালানোর জন্য ডুবুরি নামানো হয়ছে ।এখনো পর্যন্ত নিখোঁজ তিন ব্যক্তি । উল্লিখিত করণদিঘি দোমোহনা ব্রিজে শুধানী নদীতে দুপুরে  মৃতদেহ পুডাতে এসে নদীতে স্নান করতে  নামতে নদীর স্রোতে  তলিয়ে যায় তিনজন শ্শমান বাসী।

জলে তলিয়ে যাওয়া নিখোঁজ তিনজন শ্মশান বাসীর  নাম আশু দাস,বনমালী দাস ও অশোক দাস। জানা যায় এদের প্রত্যেকের  বাড়ি ডালখোলায় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট