বাঙালিদের উদ্বাস্তু ঘোঘণা ও শিলচরে তৃণমূল প্রতিনিধি দলের উপর হামলার প্রতিবাদে মিছিল


সোমবার,০৬/০৮/২০১৮
841

সাদ্দাম হোসেন মিদ্দে---

ভাঙড়,দক্ষিণ ২৪ পরগনা: অসমে বাঙালিদের উদ্বাস্তু প্রমাণ করার ঘৃণ্য অপচেষ্টা এবং শিলচরে তৃণমূল প্রতিনিধি দলের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে বিরাট ধিক্কার মিছিল অনুষ্টিত হল।ভাঙড় ২ ব্লক তৃণমুল কংগ্রেস কমিটির আহ্বানে ভাঙড়ের কাঁঠালিয়াতে থেকে বিশাল মিছিল ৯১ রোড পরিক্রমা করে।মিছিলে হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে পা মেলান ভাঙড় ২ ব্লক তৃণমুল কংগ্রেস কমিটির সভাপতি তথা পূর্তের কর্মাধ্যক্য অহিদুল ইসলাম,ভোগালি ২ অঞ্চল তৃণমুল কংগ্রস কমিটির সভাপতি তথা উপ প্রধান মোদাচ্ছের হোসেন সহ স্থানীয় নেতা কর্মীরা।

উল্লেখ এন আর সির নামে বাঙালি এবং মুসলিমদের বেছে বেছে চিহ্নিত করে তাদেরকে নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।এর জেরে সংসদ থেকে রাজপথ সর্বত্র প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে।পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে তৃণমুলের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসামের উদ্দেশে যাত্রা করে।শিলচর বিমানবন্দরেই তাদের আটকে দেওয়া হয়।জারি করা হয় ১৪৪ ধারা।প্রতিবাদে বিমান বন্দরে ধর্ণায় বসেন তৃণমুল প্রতিনিধি দল।অভিযোগ তাদেরকে হেনস্থা করে অসম পুলিশ।এমনকি হেনস্থার হাত থেকে বাদ যায়নি প্রতিনিধি দলের মহিলা সদস্যারাও।

ঘটনার প্রতিবাদে শনি ও রবিবার দুদিন ধরে কালা দিবস পালনের সিদ্ধান্ত নেয় রাজ্য তৃণমুল কংগ্রেস কমিটি।সারা রাজ্য জুড়ে জেলায় জেলায়,ব্লকে ব্লকে চলে প্রতিবাদ মিছিল।তারই অংশ হিসাবে ভাঙড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করে ভাঙড় ২ ব্লক তৃণমুল কংগ্রেস কমিটি।এই প্রতিবাদ মিছিল থেকে বক্তারা বাঙালিদের শরণার্থী প্রমাণ করার ঘৃণ্য অপচেষ্টা ও তৃণমুল প্রতিনিধি দলের উপর বর্বোরোচিত হামলার তীব্র ভাষায় প্রতিবাদ জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট