ঊষার আলো
তোমরা আমায় বুক ভরে দিলে
একরাশ অপবাদ।
একবারও কি ভেবেছো কখনো?
কেমনে সইব এ আঘাত!
আমি হারালাম জীবনসঙ্গী-
হারালাম তোমাদের মত আপনজন!
একা নিরালায় ভেবে পায় না-
কেন হল এসব, এ কেমন জীবন!
জানি’ মিথ্যা এক দিন মুখ লুকাবে
সত্যের জয় হলে-
সেদিন তো আর কিছুই রবে না
সময়গুলি যাবে চলে!
ভেবেছিলাম আমি কারাগারে বসে
রইবো না আর এ জগতে-
ধংস করবো আমার অস্তিত্ব
শেষ করে দেব জীবন!
কিন্তু আমার পথ আটকাল নিষ্পাপ এক আপন!
যেদিকে তাকাই শুধুই হতাশা
লাগে না কিছুই ভালো!
জীবন আকাশে নেই কোন চাঁদ
চারিদিক শুধুই কালো!
অবশেষে আমি দেখতে পেলাম-
সেথায় ফুটে রয়েছে,
আমার ঊষার আলো(সাগ্নিক)।