নদীয়ার রাণাঘাট স্টেশনে যানচলাচল যোগ্য আন্ডারপাসের দাবিতে আজ সকাল ৮টা ৪৫ থেকে স্হানীয় বাসিন্দারা রেল অবরোধ শুরু করে। ফলে শিয়ালদা মেন শাখায় বিশেষ করে শিয়ালদা থেকে রাণাঘাট, কৃষ্ণনগর, লালগোলা, গেদে ও শান্তিপুর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। পরে শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত কিছু ট্রেন চালানো হয়। রাণাঘাট স্টেশনে যানচলাচল যোগ্য আন্ডারপাসের দাবি বহুদিনের। এনিয়ে অনেকবারই আন্দোলন হয়েছে। ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ সকাল থেকে রাণাঘাট স্টেশনের সামনে অবরোধ শুরু হয়। রাণাঘাটের সাংসদ তাপস মন্ডল ও রাণাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থসারথী চট্টোপাধ্যায়ও অবরোধ স্হলে যান। তিন ঘন্টা অবরোধ চলার পর শিয়ালদার ডিআরএম রাণাঘাটের সাংসদের সঙ্গে ফোনে কথা বলে আন্ডারপাস তৈরির প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়।
রাণাঘাট স্টেশনে রেল অবরোধ
শনিবার,০৪/০৮/২০১৮
447
বাংলা এক্সপ্রেস---