পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে চলে গেল দুই বন্ধু


শনিবার,০৪/০৮/২০১৮
493

বাংলা এক্সপ্রেস---

আজ সকাল সাড়ে আটটা নাগাদ মাঠে ফুটবল খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে। জলে তলিয়ে চলে যায় দুই বন্ধু ঘটনাটি ঘটেছে হাওড়া বি গার্ডেন থানার অন্তর্গত দক্ষিণ হাওড়া দানেশ শেখ লেন এলাকায়। সূত্রের খবর সৌমেন পোদ্দার কাসুন্দিয়া বিবেকানন্দ স্কুলের ক্লাস টুয়েলভ এর ছাত্র এবং সুমিত দত্ত প্রজ্ঞানন্দ স্কুলের ক্লাস ইলেভেন এর ছাত্র এরা 4 থেকে 5 জন বন্ধু মিলে প্রত্যেকদিনের মতো মাঠে ফুটবল খেলতে যায় আজও ফুটবল খেলতে যায় মাঠে। এরপর পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় সৌমেন পোদ্দার তাকে বাঁচাতে গিয়ে তার আরেক বন্ধু সুমিত দত্ত সেও তলিয়ে যায় পুকুরে।

এরপর এলাকার স্থানীয় বাসিন্দা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করে সুমিত কে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সৌমিন পোদ্দারকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং সুমিত দত্তকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ঘটনাস্থলে বি গার্ডেন থানার পুলিশ আসে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বিগার্ডেন থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট