অভিষেক ব্যানার্জি কে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে এফ আই আর করল যুব তৃণমূল


শনিবার,০৪/০৮/২০১৮
683

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- অভিষেক ব্যানার্জি কে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে এক বিজেপি নেতার বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত থানাতে এফ আই আর করল যুব তৃণমূল। উল্লেখ্য গতকাল বীরভূমে প্রকাশ্য জনসভায় থেকে অভিষেক ব্যানার্জি আক্রমণ করার পাশাপাশি বিজেপি নেতা নির্মল চন্দ্র মন্ডল যুব তৃনমূলের রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জি কে খুন করার হুমকি দেয়। আর এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত এই বিজেপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত থানায় এফআইআর করল যুব তৃণমূল।

আজ সকালে মুলে এফ আই আর টি হয় সদর শহর মেদিনীপুরের কোতোয়ালি থানা তে। এরপর একে একে জেলার সমস্ত থানাতেই যুব তৃনমূলের সভাপতিরা অভিযোগ দায়ের করেন। মুল অভিযোগটি করেন যুব তৃণমূলের জেলা সভাপতি রমা গিরি। এছাড়াও হাজির ছিলেন সুজয় হাজরা, মৌ রায়, সৌরভ বসু, সারিফ মোল্লা, বুদ্ধ মহাপাত্র। তৃণমূলের বক্তব্য যেহেতু দিল্লি সরকারের বিরুদ্ধে জন বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দল নেত্রী। তাই এইভাবে কদর্য ভাষায় আক্রমণ করে ভয় দেখাতে চাইছে বিজেপির নেতা কর্মীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট