রাজ্য সড়কে থাকা সেতুতে এবার গার্ড ওয়াল


শনিবার,০৪/০৮/২০১৮
475

আক্তারুল খাঁন---

হাওড়া: চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মুর্শিদাবাদের দৌলতবাদে যাত্রী বাহি বাস সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে নদীতে পড়ে যাওয়ায় বাসে থাকা যাত্রীরা অনেকের মৃত্যু হয়।ওই ঘটনা পুনরায় যাতে না ঘটে তার রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে নয়া উদ্যোগ নিয়েছে।রাজ্য সড়কে উপর থাকা সমস্ত সেতুর রেলিংয়ের ধারে গার্ড ওয়াল বানানো হচ্ছে। দুই ফুট উঁচু করে সিমেন্ট আর রড দিয়ে মোটা চাদরের ঢালাই দেওয়া হচ্ছে।এর ফলে কোনো যাত্রী বাহী বাস ও মাল বাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাবার সম্ভাবনা কমে যাবে। হাওড়া জেলার গ্ৰামীণ এলাকায় ছোট-বড় সর্বত্র সেতুর রেলিংয়ের ধারে চলছে গার্ড ওয়ালের কাজ। প্রশাসন সূত্রে জানা গেছে যে সেতু গুলো ৫০ ফুটের কম সেই গুলোকে ভেঙে নতুন করে ক্রংক্রিটের ঢালাইয়ের গার্ড ওয়াল করা হচ্ছে।

আর যে গুলো ২০০ মিটারের বেশি লম্বা রেলিং আছে তার পাশ থেকে গার্ড ওয়াল দেওয়া হচ্ছে। এমনই একটি চিত্র ধরা পড়েছে হাওড়া গ্ৰামীণ এলাকায় প্রায় ২০০ মিটার লম্বা আমতা রায় গুনাকর ভারত চন্দ্র সেতুর উপর চলছে কাজ।সড়ক রক্ষণাবেক্ষণের সংস্থার দায়িত্বে থাকা এক কর্তা জানান রাজ্যের থাকা ছোট বড়ো সমস্ত সেতুতে গার্ড ওয়াল দেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট