মুর্শিদাবাদ: ৫ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। পুলিস সূত্রে জানা গিয়েছে জালনোট গুলি ধুলিয়ান ফেরিঘাট হয়ে ঝাড়খন্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার দুপুরে সামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ধুলিয়ান ফেরিঘাট এলাকা থেকে সাজাহান সেখ নামে এক ব্যাক্তিকে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ২ হাজার টাকার ২৫০টি জালনোট, মোট ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যাক্তি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এই জালনোট পাচারকারীর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিস। শনিবার ধৃত সাজাহানকে আদালতে তোলা হলে পুলিস ৭ দিনের পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বলে সূত্রের খবর।
৫ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার
শুক্রবার,০৩/০৮/২০১৮
426
বাংলা এক্সপ্রেস---