রাতের ট্রেনে মহিলাদের কোন নিরাপত্তা নেই


শুক্রবার,০৩/০৮/২০১৮
476

গোপাল ঠাকুর---

ক্যানিং: রাতের ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল পুলিশ। শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন ক্যানিং লোকালে বিদ্যাধরপুর ষ্টেশন থেকে চারজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রাইভেট টিউশন পড়ে বাড়ী ফেরার পথে রেলের জেনারেল কামরায় ওঠায় কয়েকজন যুবকের কটূক্তির শিকার হতে হয় তাদেরকে। এমনকি তাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ন’টা। বৃহস্পতিবার রাতেই এ বিষয়ে ক্যানিং স্টেশনে ষ্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঐ চারজন ছাত্রী। ঘটনার পর থেকে নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা।

উল্লেখ্য অন্যান্য দিনের মত বৃহস্পতিবার রাতে বিদ্যাধরপুর থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার জন্য ৮.১০ এর ডাউন ক্যানিং লোকাল ওঠে ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের চারজন ছাত্রী। তবে তারা মহিলা কামরায় না উঠে জেনারেল কামরায় উঠে পড়ে। ঐ একই ষ্টেশন থেকে কয়েকজন যুবক ও ঐ কামরায় ওঠে। চার ছাত্রীর অভিযোগ দু একটি ষ্টেশন ছাড়ার পর থেকেই বিভিন্ন ভাবে ঐ চার ছাত্রীকে কটূক্তি করতে থাকে তারা জনা কয়েক যুবক।প্রতিবাদ করলে ট্রেনের মধ্যেই তাদের শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্তরা। কোনরকমে ক্যানিং ষ্টেশনে নেমে রাতেই এ বিষয়ে ক্যানিং ষ্টেশন মাষ্টারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঐ চারজন ছাত্রী। অন্যদিকে ক্যানিং ষ্টেশনে ট্রেন ঢুকতেই পালিয়ে যায় অভিযুক্তরা। রাতে ট্রেনে কোন রেল পুলিশ ছিল না বলেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবী ঐ ছাত্রীদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট