পাচিমবঙ্গের জঙ্গলমহলে উদ্ধার বিপুল পরিমাণ কার্তু্জ


শুক্রবার,০৩/০৮/২০১৮
687

বাংলা এক্সপ্রেস---

জঙ্গলমহলে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা । আগেই এমন অনুমান করেছিল আইবি । লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনায় সেই সম্ভাবনাই সত্যি বলে আশঙ্কা করা হচ্ছে । এদিন সকালে শালবনীর কদমসোল গ্রাম সংলগ্ন আনন্দনগর জঙ্গল থেকে উদ্ধার হয় ১৬৫ রাউন্ড কার্তুজ । ৬ টি ম্যাগাজিনও উদ্ধার হয় । মাটির তলায় লুকোনো ছিল সেগুলি ।বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহল এলাকয় । এড়ানো যাচ্ছেনা মাও আতঙ্ক ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট