মুর্শিদাবাদ থেকে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার, বাজার মূল্য ৩০ লক্ষ টাকা


বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---

গোপন সূত্রে খবর পেয়ে পুলিস সাদা পোশাকে জেল ময়দান এলাকায় গিয়ে ওই মাদক কারবারীকে আটক করে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সূত্রের খবর, দক্ষিণ লতিবের পাড়ার বাসিন্দা মাদক কারবারী বাদশা সেখ মঙ্গলবার রাত ১১ টা নাগাদ একটি ব্যাগে হেরোইন নিয়ে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার জেল ময়দান এলাকায় দাঁড়িয়েছিল। পরে তাকে গ্রেপ্তার করে পুলিস। লালগোলা থানার ওসি বিপ্লব কর্মকার বলেন, ধৃত বাদশা সেখ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কলকাতায় পাচারের উদ্দেশ্যে হেরোইন নিয়ে যাচ্ছিল। বুধবার ধৃতকে বহরমপুর এনডিপিএস আদালতে তুলে সাত দিনের পুলিস হেফাজতের আবেদন করে পুলিস। উদ্ধার হওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট