ডেঙ্গি সচেতনায় র‍্যালি হল শ্রীরামপুরে


বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
746

সুমন করাতি---

ডেঙ্গি সচেতনায় র‍্যালি হল শ্রীরামপুরে। শ্রীরামপুর পুরসভা ও শ্রীরামপুর পুরসভার যৌথ উদ্যোগে পুরবাসীদের সচেতন করার পাশাপাশি মশা মারতে কামান দাগা হয় এদিন।টিন বাজার এলাকা থেকে অভিযান শুরু করে বিভিন্ন ওয়ার্ডে চলে কামান দিয়ে ধোঁয়া স্প্রে করা।বর্ষার বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে।জমা জলে মশার লার্ভা যাতে না জন্মায় তা দেখতে চলে প্রচার।প্রতি বছরই বর্ষার পর পুজোর আগে ডেঙ্গির আতঙ্ক ছরায় শ্রীরামপুর পুরসভা এলাকায়।এবার আগেভাগেই তাই ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নিল পুলিশ ও পুরসভা।

https://youtu.be/rRYFrayqkXM

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট