বিকল্প আয়ের উৎস জোগাতে রাজ্য সরকারের তত্ত্বাবধানে ছাগল প্রতিপালনের উদ্যোগ


বুধবার,০১/০৮/২০১৮
451

বাংলা এক্সপ্রেস---

মাংস উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্যে জোর দিল ক্যানিং ১ নং ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগ।ক্যানিং ১নং ব্লকের বেশীর ভাগ মানুষজন কৃষির উপর নির্ভরশীল। বছরে একবার চাষের জন্য ফলনও তেমন ভালো হয় না। বিকল্প আয়ের উৎস জোগাতে রাজ্য সরকারে তত্ত্বাবধানে ছাগল প্রতিপালনের উদ্যোগ নিল ক্যানিং ১নং ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগ। যদিও রাজ্যের সর্বত্র ছাগল প্রতিপালনের এমন উদ্যোগ নেওয়া হয়েছে।ক্যানিং ১ নং ব্লকে ছাগল প্রতিপালনের উদ্যোগ নিয়ে বুধবার সকালে ক্যানিং পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ বিভাগ প্রাথমিক ভাবে নয় জন চাষীকে একটি ছেলে ছাগল সহ মোট পাঁচটি করে ছাগল প্রতিপালনের জন্য বিতরণ করেন। ছাগল দেওয়ার পাশাপাশি ছাগলের খাবার,এবং ঔষধ প্রদান করা হয়।

ক্যানিং ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডঃ দেবাশীষ নন্দী বলেন “আগামী দিনে ও আরো অন্যান্য চাষীদের কে অার্থিক ভাবে স্বাবলম্বী করতে এমন ভাবেই ছাগল,হাঁস,মুরগী দেওয়া হবে”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট