আজ ঠিক দুপুর ১২ টাই ফ্লিপকার্ট.কম এ শুরু হতে চলেছে সিয়াওমি রেডমি নোট ৫ প্রো ফ্ল্যাশ সেল


বুধবার,০১/০৮/২০১৮
2317

রাজু আলম---

ভারতীয় মোবাইল বাজারে সিয়াওমি বাজেট ফোন খুব জনপ্রিয়। আর আজ ঠিক দুপুর ১২ টাই ফ্লিপকার্ট.কম এ শুরু হতে চলেছে সিয়াওমি রেডমি নোট ৫ প্রো ফ্ল্যাশ সেল। রেডমি নোট ৫ প্রো তে আছে ৪ জিবি ও ৬ জিবি RAM ভার্সন , সাথে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ বাড়ানো যেতে পারে । ফোনেটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর , ৫.৯৯ ইঞ্চি ফুল HD ডিসপ্লে , ব্যাটারী ৪০০ mAh , ফোনটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এন্ড্রোইড ৭.০ নৌগট । ৪ জিবি ফোনটির দাম ১৪৯৯৯ টাকা  এবং ৬ জিবি ফোনটির দাম ১৬৯৯৯ টাকা ।

এই লিংকে গিয়ে আপনি ফোনটি বুক করতে পারেন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট