এলোমেলো


বুধবার,০১/০৮/২০১৮
960

রাজদীপ মিস্ত্রি---

এলোমেলো

ভেজা মাটি , শুকনো পাতা
সবুজ দিগন্ত
চারিদিকে তোরই হাসি,
তোরই ছন্দ …

ঠান্ডা বাতাস হৃদপিন্ড ..
কলিজার শব্দ …….
একটা আলতো চাহনি ..
এতেই জব্দ ….

একটা সুর , দুটো কবিতা
আর কিছু গান …
তোকেই শোনাবো বলে
এতো আহ্বান ….

তোর চোখ ,ওই কাজল
আর লিপস্টিক
দেখে থমকে যাই ঘড়ির টিক টিক ….

কিছু দিন , কিছু রাত্রি
আর কিছু সময় ….
আমার চারিদিক
শুধু তুমিময় …..

রাজদীপ মিস্ত্রি

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট