এয়ারটেল নিয়ে এলো সর্বকালের সেরা প্রিপেইড প্ল্যান ৫৯৭ । আজ এয়ারটেল ঘোষণা করলো সর্বকালের সেরা প্রিপেইড প্ল্যান ৫৯৭। এই প্ল্যান এ মিলবে ১৬৮ দিন অর্থাৎ টানা ৬ মাস যেকোনো মোবাইল ও ল্যান্ডলাইন এ আনলিমিটেড ভয়েস কোলের সুবিধা। তার সাথে পাওয়া যাবে প্রতিদিন ১০ জিবি ইন্টারনেট ও ১০০ SMS এর সুবিধা। এয়ারটেল এর উদ্দেশ্য রিলায়েন্স জিওর ৯৯৯ প্ল্যান কে পিছনে ফেলা , যেখানে রিলায়েন্স ৯৯৯ টাকা রিচার্জে ৬০ জিবি ইন্টারনেট ও ১০০ SMS প্রতিদিন দিলেও, তা কেবল ৯০ দিনের বা ৩ মাসের জন্য। সময় বলবে যে এয়ারটেল রিলায়েন্স কে টেক্কা দিতে পারলো কি না !
এয়ারটেল কি রিলায়েন্স কে টেক্কা দিতে পারলো ?
বুধবার,০১/০৮/২০১৮
1141
রাজু আলম---