আই এন টি টি ইউ সি এর মুর্শিদাবাদ জেলার বিদ্যুৎ পর্ষদের কর্মীরা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করল । এই রক্তদানের পাশাপাশি জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে বহরমপুর ক্যান্টনমেন্ট রোড, বিদ্যুৎ প্রশাসনিক ভবনে বিদ্যৎ পর্ষদের কর্মীরা রক্তদান করেন। আই এন টি টি ইউ সি এর মুর্শিদাবাদ জেলার জেলা সম্পাদক নিতাই চক্রবর্তী জানান যে সারা বছর মানুষের রক্তের দরকার হয়। বিশেষ করে বর্ষাকালে রক্তের চাহিদা অনেক বেশি তাই আমাদের বিদ্যুৎ পর্ষদের কর্মীরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্তদানেও এগিয়ে এসেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি এর সাধারণ সম্পাদক অরিজিৎ দত্ত, জেলা তৃনমূল চেয়ারম্যান মহম্মদ সোহরব, তৃনমূল নেতা সাগির হোসেন, মহম্মদ আলি, নিতাই পদ চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা।
মুর্শিদাবাদ জেলার বিদ্যুৎ পর্ষদের কর্মীরা রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন
মঙ্গলবার,৩১/০৭/২০১৮
513
বাংলা এক্সপ্রেস---