ভীন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে ইটাহারের তিন শ্রমিকের মৃত্যু


মঙ্গলবার,৩১/০৭/২০১৮
567

বাংলা এক্সপ্রেস---

ভীন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকার তিন শ্রমিকের মৃত্যু।জানা যায় মৃত শ্রমিকদের তিন জনের বাড়ি ইটাহার থানার থানার অন্তর্গত সুরুন ১ জিপির বাড়িওল ও পাজোল গ্রামে।  মৃত তিন শ্রমিকের নাম মহম্মদ হাসেন আলি ,কৌশর আলীএবং নাজিমুল আলী।এলাকায় বাসি সূত্রে জানা  গত তিন মাস আগে  উওরপ্রদেশ গিয়ে বেসরকারী মোবাইল কম্পানীর কেবল লাইনের কোন এক কোম্পানিতে ওঁরা কাজ কতেন। কিন্তু গত কাল দুপুর এগারোটা নাগাদ কেবল লাইনের কাজ করার সময়ে তিন জনের মৃত্যু হয় বলে জানা যায়, মৃত্যুর খবর ইটাহারে তাদের বারিতে আসতেই কান্নায় ভেঙ্গে পরেন পরিবারের লোকজন, পাশাপাসি দুই গ্রামে তিন জনের মৃত্যুর কারনে গ্রামে শোকের ছায়া নেমে আসে।জানা যায় গ্রামবাসীরা মৃতার পরিবারের পাশে দারিয়েছে । তবে এলাকাবাসী সূত্রে জানা  মৃতদেহ গুলো ইটাহারে আসবে পাজল ও বারিয়ল ঘাটে। এই মর্মান্তিক ঘটনার জন্য ইটাহারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি অমল আচার্য গভীর দুঃখ প্রকাশ করেছেন বলে জানা যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট