নদীয়া জেলার করুণ চিত্র। বক্সীপুর গ্রামের মানুষদের সঙ্গে এলাকার প্রতিদিন দশ হাজার মানুষ বর্ষার সময় এভাবেই কষ্ট করেই যাওয়া আসা করেন। করীমপুর ও বক্সীপুর গ্রামের সিমানায় অবস্থিত এই জলঙ্গী নদী। এই নদীর জলের উপর দিয়েই নরক যন্ত্রণা নিয়েই চলাচল চলছে। প্রতিকার করতে নেতা মন্ত্রী আমলারা সহায় হবেন কবে? এটাই এখন বড় প্রশ্ন। সাধারণ মানুষের সঙ্গে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক ও অফিস কর্মীদের পড়তে হচ্ছে বিপাকে।
নরক যন্ত্রণার প্রতিকার চাই
মঙ্গলবার,৩১/০৭/২০১৮
1031
ফারুক আহমেদ---