কালিয়াগঞ্জ রায়কলোনীর মদ্যপ যুবকের জন্য যানচলাচল ব্যাহত


মঙ্গলবার,৩১/০৭/২০১৮
599

কালিয়াগঞ্জ :-

কালিয়াগঞ্জ পৌরশহরে নেশাগ্রস্থ কিছু মানুষ যত্রতত্র মদ্যপ অবস্থায় পড়ে থাকায় দিনদুপুরে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ নাগরিকদের।শুধু মানুষই নয অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালকদের ও ।যত্রতত্র এই মদ্যপ নেশাগ্রস্থ মানুষ গুলো নেশা করে পড়ে থাকায় অতিষ্ঠ হয়ে উঠছে সকলে।পথ চলতি মহিলাদের ও অসুবিধায় সম্মুখীন হতে হচ্ছে এই সব নেশাগ্রস্থ মানুষদের জন্য ।শীঘ্রই পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচিত এই নেশাগ্রস্থ মানুষ গুলোকে উচিত শিক্ষা দেওয়া ।উল্লেখ্য মঙ্গলবার কালিয়াগঞ্জ রায়কলোনীর 13 নং ওয়ার্ডে দিনেদুপুরে মদ্যপ অবস্থায় এক নেশাগ্রস্থ মানুষ মদ খেয়ে মাতলামি করায় অতিষ্ঠ হয়ে উঠে পৌর নাগরিকরা।মদ্যপ অবস্থায় পড়ে থাকায় যান চলাচলে ব্যাহত সৃষ্টি হয। নাম প্রকাশে অনিচ্ছুক রায় কলোনীর এক মহিলা জানান ” এ যেন রোজকার কাণ্ড ” এলাকায় এই সব মানুষদের জন্য দিনেদুপুরে মহিলাদের সমস্যায় পড়তে হচ্ছে ।এই সব অসভ্য মানুষ গুলোর জন্য বাড়ির মহিলারাও অসুরিক্ষিত।তাই শীঘ্রই এই সব মদ্যপ মানুষদের উচিত শিক্ষা দেওয়া উচিত প্রশাসনের ।নচেত্ এদের জন্য পরবর্তীতে সমাজের অপরাধ প্রবণতা বাড়তে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট