একা মন


সোমবার,৩০/০৭/২০১৮
1095

সুনন্দা হালদার---

॥ একা মন ॥

যা হতে পারতো !…

ব্যালকনি ঝরা শ্রাবণে
কথা হতে পারতো তোমার আমার
কফির ধোঁয়ায় আঢাকা মনে ।
ঘরটায় সুখ গড়িয়ে পড়তো
এক সূর্য আলোর মতো ।
বিলি কেটে ইচ্ছের আবাদে
তুমি প্রেম ঢালতে রজনীগন্ধার ভাসে ।
ব্যথা মোড়া দিনের মোরামে
কুড়োতাম তোমার সবুজ অভয় ।

যা হলো !…

অ্যাট্রিয়াম ভেসে গেল
রঙ-হারা চোখের জলে ।
প্রাণ উথলে কাঠচাঁপায়,
পর্ণমোচী নিথর হলো যুবতী বেলায় ।
তোমার অঙ্ক শয়নে আমি একা
শেকড়ের দাসঘরে আমি একা,
ঘন জালে রক্তক্ষরণে আমি একা !

সুনন্দা হালদার

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট