ডানকুনিতে যানজট যেন নিত্যদিনের সঙ্গী


সোমবার,৩০/০৭/২০১৮
844

সুমন করাতি---

ডানকুনিতে যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। স্কুল টাইম বলুন আর অফিস টাইম যানজটে নাকাল পথচলতি মানুষ। কালিপুর মোড় থেকে হাউজিং চৌমাথা পর্যন্ত প্রায়ই যানজট সৃষ্টি হয় । কখনও সারি সারি ওভারলোড বালি বোঝাই লরির কারনে অবার কখনও দুর্ঘটনার কারণে। তবে এই রাস্তা দিয়ে ওভারলোড গাড়ি চলাচল বন্ধের দাবিতে বহুবার স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানিয়েছেন এমনি পৌরসভার তরফেও জেলা শাসকের কাছে লিখিত আবেদন করা হয় ।

কিন্তু তারপরও যে ছবি টা পাল্টাইনি তার প্রমাণ আজকের দুর্ঘটনা। আজ সকাল সাতটা নাগাদ ডানকুনি খেলার মাঠের কাছে একটি বালি বোঝাই লরি রাস্তার ধারে থাকা ট্রান্সফরমায় ধাক্কা মারে, যদিও কারও কোনও ক্ষতি হয়নি ,তবে যানজটের সৃষ্টি হয় । পাশাপাশি বেশ কয়েকদিন ধরে রাস্তার একপাশে হাইড্রেনের কাজ চলছে তাই যানজট চরম আকার নেয় ।পরে ডানকুনি থানার পুলিশের তৎপরতায় ও স্থানীয়দের সহযোগিতায় লরিটিকে সরানো হয়।

https://youtu.be/1FaYEQ9TiC4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট