পাণ্ডুয়ায় আসিড হামলা


সোমবার,৩০/০৭/২০১৮
607

সুমন করাতি---

পাণ্ডুয়ায় আসিড হামলায় আহত এক। গুরুতর আহত রাম সর্দার ২৬। গতকাল সে বিয়ে বাড়ি থেকে ফিরছিল দিনমজুরের কাজ করে।পাণ্ডুয়ার ভেজনপুরে DVC পারের কাছে হঠাৎই কয়েক জন তার গায়ে আসিড ছোড়ে। তাতে আহত অবস্থায় প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে অবস্থার অবনতি হওয়া চুঁচুড়া পাঠানো হয়।পাণ্ডুয়া থানার পুলিশ তদন্ত শুরু করছে। তবে কি কারনেই তার উপর আসিড হামলা হল এখনো স্পট নয়।পুলিশ সূত্রে খবর রাম সর্দার নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সেই কারণে ও কোনো গন্ডগোলের জন্য এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান। তবে গায়ে ক্ষত আসিড কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট