আজ সকাল ৮টা নাগাদ অন্যান্য দিনের মতো আজও ফুটবলের কোচিং সেরে চুঁচুড়া মাঠ সংলগ্ন ধাপিতে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন মানিক দে। এমন সময় এক ব্যাক্তি ওনার পাশে এসে শুয়ে পড়লেন, হাতে সেলাইয়নের বোতল এবং ক্যাথিড্রাল। দেখে অবাক লাগে মানিক বাবুর, কৌতূহলের বশে জিজ্ঞাস করেন কি হয়েছে তোমার ? উত্তর আসে, আমি কয়েকদিন আগে বিষ পান করেছিলাম, তার চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হই। কিন্তু হাসপাতালে আমায় ওরা মেরে ফেলছে, তাই আমি পালিয়ে এসেছি। পরিচয় জিজ্ঞাস করাতে বলেন, আমার নাম দেবু হালদার, বাড়ি সোমরাবাজার। অবস্থার বেগতিক দেখে মানিক বাবু খবর দেন পুলিশে এবং চুঁচুড়া সদর হাসপাতালে। কিছুক্ষনের মধ্যেই পুলিশ এসে দেবু হালদার নামের ওই পালিয়ে আসা রুগীকে উদ্ধার করে।
চুঁচুড়া সদর হাসপাতাল থেকে পালিয়ে আসা রুগীকে উদ্ধার
সোমবার,৩০/০৭/২০১৮
668
বাংলা এক্সপ্রেস---