গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যাক্তির


বৃহস্পতিবার,২৬/০৭/২০১৮
477

বাংলা এক্সপ্রেস---

বুধবার বিকেলে সাগরদিঘী থানার বালিয়া কালিয়াডাঙ্গা এলাকায় নরেন হাঁসদার বাড়ির পাশের বাড়ির দিপালী মন্ডল নামে এক মহিলা তার বাড়িতে রান্না করছিলেন। সেই সময় আচমকা বাড়ির ছোট গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। তড়িঘড়ি লাঠি দিয়ে জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি তিনি ঘরের বাইরে বের করে দেন। কিছু দূরে নরেন হাঁসদা দাঁড়িয়ে দেখছিলেন এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর জন্য চিৎকার করছিলেন।

সেই সময় জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি হঠাৎ ফেটে যায় এবং গ্যাস সিলিন্ডারের টুকরো ছুটে এসে নরেন হাঁসদার বুকের বাম দিকে লাগে। মৃত ব্যাক্তির নাম নরেন হাঁসদা(৪৫)। ওই ব্যাক্তি ঘটনাস্থলে বুকে হাত দিয়ে বসে পড়ে এবং সংজ্ঞা হারান। স্থানীয়রা তড়িঘড়ি তাকে সাগরদিঘী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলে বুধবার রাত্রে চিকিৎসকরা নরেন হাঁসদাকে মৃত ঘোষান করেন। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। সাগরদিঘী থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট