মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার কামালপুরে বাজ পড়ে মৃত দুই এবং আহত আরও সাত


বৃহস্পতিবার,২৬/০৭/২০১৮
456

বাংলা এক্সপ্রেস---

সকালে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার কামালপুরে বাজ পড়ে মৃত দুই এবং আহত আরও সাত। আহতদের সামসেরগঞ্জ থানার অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের বাড়ি কামালপুর এলাকায় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই জনের নাম ইসমাইল সেখ (১৯) এবং মোস্তাক সেখ (১২)।

কখন মুষলধারায়, কখন ঝিরঝির করে বৃষ্টি চলছে। গত দুইদিন ধরে  রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদেও বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল  গ্রামের একটি গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছিলেন ইসমাইল সেখ, মোস্তাক সেখ সহ কামালপুর গ্রামের বেশ কয়েকজন। স্নান করে বাড়ি ফেরার সময় হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসমাইল সেখ ও মোস্তাক সেখের। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতলে পাঠানো হয়েছে। বজ্রপাতের ঘটনায় আরও সাত জন আহত হয়। স্থানীয়রা বজ্রপাতের পড়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে অনুপনগর হাসপাতালে ভর্তি করেন।

https://youtu.be/G4zP05MmaZM

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট