লক্ষাধিক মানুষের ভীড় হবে ২৮ জুলাইয়ের সভায় – রমা প্রসাদ গিরী


বৃহস্পতিবার,২৬/০৭/২০১৮
588

বাংলা এক্সপ্রেস---

আগামী পরশুদিন অর্থাত্ ২৮ জুলাই মেদিনীপুর কলেজ মাঠে রয়েছে এক বিশাল জনসভা৷ বিজেপির পালটা জনসভা করছে তৃণমূল কংগ্রেস৷ গত ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভার ডাক দেন৷ আর তারপরই শসব্যস্ত হয়ে পড়েছেন জেলার তৃণমূল নেতৃত্বরা৷ ঠিক একই স্থানে তৈরী হচ্ছে সভামঞ্চ৷ অর্থাত্ মেদিনীপুর কলেজ মাঠে যে স্থানে প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন সেই একই স্থানে জনসভা করা হচ্ছে৷ তৃণমূল কংগ্রেস নেতা রমা প্রসাদ গিরী, গোপাল সাহা, অজিত মাইতি সহ একাধিক নেতৃত্বরা প্রায় রোজই মাঠ পরিদর্শন করছেন৷ আঝ সকাল থেকে ভারী বৃষ্টির জেরে সমগ্র মাঠ জলে পরিপুর্ণ৷ রমা প্রসাদ গিরী মাঠ পরিদর্শন করেন৷ সাথে ছিলেন গোপাল সাহা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা৷ রমা প্রসাদ গিরী বলেন বৃষ্টিকে উপেক্ষা করে লাখ লাখ মানুষের ভিঁড় হবে এই জনসভায়৷ খোলা মঞ্চে বক্তব্য রাখবেন রাজ্য নেতৃত্বরা৷ বিজেপি সরকারের টাকা আছে তাই তারা শামিয়ানা করেছিল, তৃণমূল কংগ্রেসের এত টাকা নেই তাই খোলা মঞ্চকেই বেছে নেওয়া হয়েছে৷

অন্যদিকে রমা গিরী আরো বলেন যে ২১ জুলাই শহীদ দিবসে যেভাবে মানুষেরা বৃষ্টিকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভীড় করেছিলেন ঠিক তেমনই ২৮ জুলাইয়ের সভাতেও হবে৷ প্রতিবেশী রাজ্যগুলি থেকে লোক এনে সভায় ভীড় করেছিলেন মোদী সরকার৷ ২৮ জুলাই কেবল মাত্র পশ্চিম মেদিনীপুর জেলা থেকে লাখ লাখ মানুষের সমাগম গুঝিয়ে দেবে যে বজপ সরকারকে দরকার নেই এই রাজ্যে৷ রোজই ছোট বড় পথ সভা, মিটিং মিছিল করা হচ্ছে ২৮ জুলাই জনসভার সমর্থনে৷ সভায় মুখ বক্তা হিসেবে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট