হাইড্রেনে পড়ে মৃত্যু শিশুর


বুধবার,২৫/০৭/২০১৮
518

সুমন করাতি---

হাইড্রেনে পড়ে মৃত্যু হলো চার বছরের এক শিশুর। মৃত শিশুর নাম মুসারাত জাহান। সে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল সংলগ্ন নিউ লাইন এলাকার বাসিন্দা। মুসারাত বাড়ির কাছেই একটি অঙ্গনওয়ারী কেন্দ্রের ছাত্রী। প্রতিদিনকারের তুলনায় আজ তার স্কুল একটু আগেই ছুটি হয়ে যায়। স্কুলের মিড-ডে মিলের খিচুরি নিয়ে বাড়ি ফিরছিলো মুসারাত। বৃষ্টির জল হাইড্রেনে জমে যাওয়ায় রাস্তা আর ড্রেনের মধ্যে কোন পার্থক্য ছিলোনা। ছোট্ট মুসারাত তা বুঝতে না পেরেই ড্রেনে পড়ে যায়। প্রায় আধঘন্টা পর মুসারাত বাড়িতে না আসায় তাকে খোঁজাখুজি করতে করতে নর্দমা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

https://youtu.be/pFUiZOyDb_U

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট