বর্ষার শুরুতেই রাস্তার খানাখন্দ দ্যাখা দিলো উত্তরপাড়ায়। উত্তরপাড়া কোতরং পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোড দীর্ঘ দিন ধরে বেহাল দশা,গতকাল বিকেলে একজন স্কুল ছাত্র সাইকেল করে যাওয়ার সময় পরে যাই,তাতেও ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ। স্থানিয় কাউন্সিলর কে জানিয়ে কোনো লাভ হয় নি বলে আজ সকাল থেকে রাস্তায় বাঁশ,কাঠ,সাইকেল ফেলে অবরোধে বসে এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে পৌরসভায় জনিয়ে কিছূ হয় নি,তাই আজ শুধু অবরোধ করেছি আগামী দিনে রাস্তা সারাই না হলে রাস্তা কেটে অবরোধ করবো। স্থানিয় কাউন্সিলর সুমিত চক্রবর্তী(টুকাই) বলেন আমি পৌরপ্রধান কে অনেক বার বলেছি উনি আমার কথার কোনো গুরুত্ব দেন নি।
বর্ষার শুরুতেই রাস্তার খানাখন্দ দ্যাখা দিলো উত্তরপাড়ায়
বুধবার,২৫/০৭/২০১৮
574
সুমন করাতি---